রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

গল্পগুলো নিঃশ্বাসের পরোয়া করে না__


শুধু চোখের পলকদেয়া বন্ধ হয়ে গেলেই
কী আমার অনুভূতিগুলো নষ্ট হয়ে যাবে___
মুছে যাবে জীবনের সাথে মিশে থাকা
প্রতিটা মুহূর্ত_________
আশেপাশের মানুষগুলোর কাছে কী আমার
কোন অস্তিত্ব থাকবে না_______
তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই কি
শেষ হয়ে যাবে আমার নিঃশ্বাসের সাথে_____
জানিনা!হয়তো জানতেও চাই না!
 এ পৃথিবীতে একটা মানুষের কথা
কেইবা মনে রাখে______
তবুও প্রতিটা মানুষ একটা গল্প লিখতে চায়
একটি সাধারণ মানুষের অসাধারণ গল্প______
এ গল্প ঠাই পায় না কোন বইয়ের পাতায় বা
কারো কবিতার খাতায়_______
স্বর্ণদ্বারে রুদ্ধ মানব মনের মনিকোঠায় লেখা
এ গল্পগুলো নিঃশ্বাসের পরোয়া করে না_____
নিঃশ্বাসটা হয়তো বন্ধ হতে পারে!কিন্তু
অনুভূতিগুলোর কখনো মৃত্যু হয় না_____
একটি অলিখিত গল্পও তেমনি কখনো শেষ হয় না____
অসমাপ্ত গল্পগুলোর উপসংহার লেখা হয় না কখনোই!
সময়ের গন্ডি পেরিয়ে এরা বেচে থাকে অনন্তকাল____
আর একটি কবিতা!তুচ্ছ এ কবিতার শক্তি নেই
সে গল্পকে তুলে ধরার___

1 টি মন্তব্য: