শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ছায়াহীন এই প্রান্তরে জীবনটা বয়েই গেল তুমিহীনা পথে তোমার স্মৃতিতে জড়িয়ে তোমার আদরের ক্ষত বুকে চেপে নির্বাক পথচলা তুমি ফিরে এলে না তবু অপেক্ষা কেন ফুরলো না


জীবনের ব্যস্ততায় বাস্তবতার কাঁটাতারে...
তৃপ্তির মেঘেদের বিঁধে রক্ত হয়ে ঝরে পড়া..
আমি তবু দিশেহারা পথিকের মত তাকিয়ে থাকি
তাদের আবার ফিরে আসার অপেক্ষায়..
কোথায় সে বৃষ্টি..কোথায় সে জোছনা কোথায়...
কে করেছে আমার স্বপ্ন চুরি?
অবলীলায় কাঁচি দিয়ে কেঁটে ফেলা কাগজের মতো
জীবন থেকে কেঁটে নিয়েছে কাছের মানুষগুলো...
আজ যারা কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ..
জীবনের কাছে ছুড়ে দেয়া সব প্রশ্নের উত্তর
আমাকে দিয়েছে সময় ক্রুর হাসি হেসে ..
সব ছেড়ে কোন অরণ্যে চলে যাওয়ার ইচ্ছা জাগে তাই
ঠিক সোনালী ত্রিস্তানের সেই অরণ্যের শ্রেষ্ঠ দিনগুলোর. মতো..
হয়তো পাশে থাকবে না সোনালীর মত কোন রূপবতী
সফলতার আলো খুজতে গিয়ে প্রেমের সময় মধ্যবিত্তদের আসে না
এভাবেই তারা হেটে যায় পথে
পাশে কেউ থাকে কেউ থাকে না.......
কিন্তু আমিও তোমাদের মত একজন
আমারও ক্লান্তি বোধ হয় হাটতে হাটতে এই ব্যস্ত পথে
কে হায় জীবন বিক্রি করতে চায় জীবিকার দামে.
স্বপ্নদের মৃত্যু হয়েছে সেই কবে
একটুকরো ইচ্ছে বেঁচে থাক আমার শান্ত চিলেকোঠায়
একদিন এই ব্যস্ততা নিকোটিনের ধোয়ায় উড়িয়ে
চলে যাব..হারিয়ে যাব কোন অজানা ভুবনে..
আবার জীবন্ত হবে মুছে যাওয়া সময়..
আমার অস্তিত্বকে নীরবে নিবৃতে বন্দী করে নিব তার বৃত্তে...
নিজেকে নতুন করে ঠিক খুঁজে নিব তাদেরই মাঝে.
যারা অতীতে.স্মৃতির বাতি জ্বালিয়ে বসে আছে আমার অপেক্ষায়

শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

সিগারেটেও এতটা নিকোটিন নেই যতটা আছে তোমার স্মৃতিতে


যদিও আমি অপেক্ষা করি
হৃদয়ের আকাশে এক টুকরো মেঘের জন্য..
তুমি জানতেও পারবেনা তৃষ্ণার্ত
দু’চোখ প্লাবিত হয়েছে
অঝোর বর্ষণে, অকারনে,
জানতেও পারবেনা আমি
তোমায় ভালোবাসি
এখনও নিঃস্বার্থভাবে

কেন তুমি এভাবে মরুভূমির বুকে ফেলে গেলে

আজ নাকি আমার গর্ভধারিণীর চির বিদায়ের দিন কেমন সন্তান আমি যার কোলে করে আসলাম এই পৃথিবীতে তাকেই আমি... আমি কি এমনি বিষাক্ত ছিলাম যে আমাকে জম্ম দিয়েই মাত্র দুই বছর মধ্যেই চলে যেতে হলো তাকে কেমন কঠিন প্রাণ আমার তবু বেঁচে গেলাম।হয়তো জম্মই আমার আজম্ম পাপ। সবাই মায়ের মুখখানি দেখে কিন্তু আমি তো.কি আর করব আর
সবার সাথে রাগ করলেও
সৃষ্টিকর্তার
সাথে কি রাগ করে পারা যায়

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

হটাৎ করে পর হয়ে গেলে

ভাঙ্গা আত্ম চিৎকারে নিজেকে লুকীয়ে রাখি আমি কান্নার প্রতিধ্বনি পিছু ছাড়ে না আমার কষ্ট সে তো এক নির্লজ্জ বন্ধু আমার হাজার বার এ মন থেকে ছুড়ে ফেলে দিলেও বার বার ফিরে আসে এ মনের মাঝে যন্ত্রণারা তো নীরব সঙ্গী আমার নির্ঘুম রাতের চাইলেও চোখের কোনে ঘুম আসতে দেয় না ওরা আমার নির্ঘুম রাত্রি যাপনে ওরা আমার বুকের ভিটায় আদিম নৃত্য করে স্বপ্ন ভাঙ্গার এক একটা বিশাল ধ্বংসাবশেষের নিচে একাকী আমি বেঁচে থাকার আপ্রাণ চেস্তায় জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি কখনো মনে হয় আমি হেরে গেছি আবার কখনো মনে হয় না কিছু স্বপ্ন এখনো বেঁচে আছে এই বুকে .যে স্বপ্ন গুলো কে আমি প্রাণের ছোঁয়া দেব কোন একদিন. হারিয়েছি নামের এক নষ্ট বিবর্ণ অতীত অনেক অনেক দূর থেকে আমায় নিয়ে অট্ট হাসি হাসে ওদের হাসি কি যে ভয়ংকর তা হয়তো তুমি জানো না .অসহায় আমি আবারো হারিয়ে যায় একটু একটু করে বেদনার অতলে..এভাবে আর কত দিন .আর কত কান্না আর কত নির্ঘুম রাত্রি পোহালে মুক্তি দিবে এ জীবন আমায় তুমি কি বলতে পারো

I hear your voice, on the line But it doesn't stop the pain If I see you next to never how can we say forever I hear your voice, on the line But it doesn't stop the pain If I see you next to never how can we say forever

Wherever you go, whatever you do 
I will be right here, waiting for you 
Whatever it takes, or how my heart breaks 
I will be right here waiting for you
I took for granted, all The times 
That I thought would last somehow 
I hear the laughter, I taste the tears 
But I can't get near you now 
Oh can't you see it baby, 
You've got me going crazy


একসময় বৃষ্টির স্পর্শে আবেগতাড়িত হত মন।
এখন প্রায়ই শিশিরের কোমল স্পর্শে
স্পন্দিত হয় হৃদয়।
তারপর ও শূন্যতা-
কি যেন নেই, কার যেন স্পর্শের অভাব।
কবেকার মনোহর মনে আজ হেমন্তের কুয়াশার চাদর।
সেই কবে শিশির স্নাত কারো পায়ের স্পর্শ
বেধ করেছিল আমার কর্ণকুহর।
মনের স্পন্দনে-
পালিত ভালবাসা জেগে উঠেছিল
দীর্ঘ বিরতির পর।
সে সব শুধু আমার ছিল আয়োজন
ছিল মনের আত্মসমর্পণ।
মর্মর শব্দে হেমন্তের ঝরা পাতার সাথে
প্রতিদিন আমার শরীর হেঁটে যায়
গাছের মরণ পাতার সাথে হয় বন্ধুত্ব।
তবুও কেহ ফিরে নাহি চায়,

  • দীর্ঘশ্বাস ফেলে এখনও চমকে তাকাই কারও অপেক্ষায়।

শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

ঘুম পোকার মনে টিক টিক শব্দে


একদিন ফুরোবে জীবনের অসীম এই ব্যস্ততা
অশ্রুর ফোঁটাগুলো রক্ত হয়ে ঝরবে সেদিন;
তোমার চোখ থেকে আমার তপ্ত দেহে
আমি ভেসে যাবো রক্তজলের বৃষ্টিতে ।
একদিন হারাবে আঁধারের নীলিমায়
অজানার পথ ধরে চলে যাবে দূরে কোথাও
অরণ্যের দীর্ঘশ্বাস কান পেতে শুনলেও
বুঝবেনা পুড়ে যাওয়া বৃক্ষের মর্মজ্বালা ।
একদিন হাঁটবে পথের সেই নির্জন প্রান্তরে
যেখানে মিশে আছে মুছে যাওয়া দিনগুলো
একাকিত্বের কষ্টানুভবে আর্তনাদ করলেও
সঙ্গী হবেনা একটি পুরনো স্মৃতিও ।
একদিন খুঁজবে হারানো সে ঠিকানা
হৃদয়ের আরশীতে দেখবে সেই প্রতিচ্ছবি
তৃষ্ণার্ত চোখে শত হাহাকার উঠলেও
ভাঙবেনা অভিমানের এই কঠিন দেয়াল

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

শেষটা আসলে কোথায়?



আজকাল রাত্রির ডাক শোনার জন্য কান খাড়া হয়ে থাকে
ক্ষুধার অস্তিরতা নিয়ে পাশে জেগে থাকে একটা কুকুর
তখন বেশুমার ভয়ে একটা ছায়া কঙ্কাল এসে নাড়া দিয়ে দেখে নেয়
আমি নিঃশ্বাসে আছি কিনা।
নিঃশ্বাসে না থাকলে সে টের পায় মরে গেছে অন্ধকারের ভ্রূণ।
শত চেষ্টায়ও উঠে দাঁড়াবার শক্তি পাই না
খামচি দিয়ে মাটিকে বিছানা ভেবেই শুয়ে থাকি।
তখন চরাচরের স্তব্ধতা নেমে আসে কানের ভেতর-
দেখি স্বপ্নের ঘৌড়দৌড়ে সাম্রাজ্যবাদ বাজি ধরে অনেকেই জিতে যাচ্ছে
অনেকেই প্রতিবিম্ব থেকে বের করে নিচ্ছে নিজেকে
অথচ আমি কেবল শুয়ে নিঃশ্বাসের প্রতীক্ষায়...
তবে কি আমি মৃত রাত্রির মতো স্থির বয়সী মানুষ?

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬


দীর্ঘ নদীর মতো তোমার কথাগুলোর সূত্র
আমাকে এক জগৎ হতে অন্য এক জগতে
নিয়ে যায়.... মস্তিষ্কে ধারণ ক্ষমতা বাড়িয়ে
আমি সূত্রধরের মতো এগুতে থাকি
কখনো কখনো ঘৃণার একটি বাতাস
আমার লোমকূপ স্পর্শ করে...আমি টের পাই
অথচ অজানা এক মন্ত্রশহর আমাকে স্বাগত জানায়...
আমি হাঁটি পথে অপথে তারহীন বেহালার ন্যায়

শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

ক্ষণিকের তরে


ক্ষণিকের তরে আসিয়াছি, তবু রেখে যেতে চাই কিছু স্মৃতি ..কোলাহল যেন অতৃপ্ত এক কবর নিৎসঙ্গ একাকী পথের
সে বিচ্ছিন্ন দীপে
একটি ভাঙা সাকো হয়ে দাড়িয়ে আমি,
যেন তারই চির আঁধার আমারই ভূমন্ডল
আর বৃক্ষ উজার,
নি:স্ব বনাঞ্চল - ভিতরের কোলাহল যেন অতৃপ্ত এক কবর
যার মাটি খুরে খুরে বের হচ্ছে
পিপীলিকা,
হারানো দিন,হারানো
গান,হারানো বটের ছায়া।
বুকের ভিতর নদীর শব্দ
আর ছলাৎ ছলাৎ ঢেউয়ের বাদ্য
চারদিক শুধু গহন রাত্রি তার বেদনে,
তাতেই শূন্যতায় এ র্দীঘশ্বাস,এ পদধধনি

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

কিছু "স্মৃতি" এমন হয় যা একটা মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য না করলেও তাঁর এগিয়ে থাকা জীবনকে থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

একটি পাখি, পৃথিবীর অগণন মৃত্যুরাশি চিনে নিয়ে ফিরে আসে নীড়ে । আর তুমি ? আমার অপরাজিতা সূর্যকে চেন তুমি ? জানো মেঘহীন শ্রাবণীর উৎস ? অথবা রক্তকমল কেন কৃষ্ণচূড়া নয় ? কখনও ছুয়েছ অদৃশ্য কুহেলিকা নরম দুহাতে ? গোপনে গোপনে কত পাপ করেছে সঞ্চয়, এই মহান পৃথিবী; চেয়েছো জানিতে ? চাওনি ;.... তুমি;.... কখনও;.... আমায় জেনে নিয়ে, সমস্ত জানার আকাঙক্ষা ফেলেছ হারায়ে তুমি....। আমারে নিয়েছ চিনে , এই ভেবে- সমগ্র বিশ্ব চেনা .... হয়েছে তোমার ; এ এক সহজ বিস্ময়! তবু যখন আবার ভোর হয় ভাবো তুমি; “রাত্রি হলেই ভালো” রাতের তিমিরে যখন প্রেম জ্বালে তার নিজস্ব আলো সে আলোয় পৃথিবীর কেউ কারো মুখ চিনে নিতে পারে না। সে তবু চিনে লয়, তার অভীষ্ট হৃদয়। অসীম নিস্তব্ধতার মাঝে জেগে ওঠে প্রেমের অলৌকিক ভাষা। সে ভাষায় ঘুমে বিভোর পৃথিবীর কয়না কথা কেউ কেবল নিঃসঙ্গ নীল নদীর পবিত্র ঢেউ একা পথ চলে। আর; তার তীরে বসে আমাদের অশরীরী আত্না তারা গোনে ধ্রুব আকাশের । ...............শুনি অস্পস্ট তারারা অচেনা ভাষায় কথা কয় কেউ আর শোনে না তা আমরা শুনি – মৃত পাতাগুলি শান্তিতে মাটির বুকে ঝরে পরে অত:পর শব্দহীন জগতে রহস্যময় শব্দ সৃষ্টি করে আমাদের শরীর ক্লান্ত হলে, অপরের চোখে যুগল ছবি আঁকি যতক্ষন .. না .. ভোর আসে পূর্বাকাশ লাল হতে শুরু করলে যত দূরে সরে যাও তুমি ততই নিকটে আসো প্রকৃতির খেয়ালে । একটি তারা হতে অপর একটি তারা কত আর যেতে পারে দূরে? একটি জীবন মৃত হয় জন্ম লয় নতুন এক হৃদয় যদিও শরীর ঝরে যায় শীতে তবু স্বপনেরা কি মৃত হয় ? কিংবা প্রণয় ???



আমার প্রেম আমি লুকিয়ে রেখেছি
মুক্তার ন্যায় ঝিনুকের মধ্যখানে
নিরব রাতের নিঝুমতায়
আমার প্রেম আমি লুকিয়ে রেখেছি
চৌদ্দ কোটি মানুষের চোখের তারায়
বট বৃক্ষ আর শিমুলের ছায়ায়
জীবন তৃষ্ণার বালুচরে
সকল বেদনা আর সুখের মাঝে
আমার প্রেম আমি লুকিয়ে রেখেছি
আমার বিশুদ্ধ সততার মাঝে।
অসহায় বিপদগ্রস্থ মানুষের জীবন যন্ত্রনায়
আত্মার বিমুদ্ধ হাহাকারে
আমি উন্মোচিত করেছি আমার
প্রতিদিনকার সকল ভালবাসা।
যদিও আমি তারার দেশে
নক্ষত্রের আলোয় পুড়ে
ছাই হয়ে গেছি অনেক আগেই
তবুুও আমার প্রেম আমি লুকিয়ে রেখেছি
হৃদপিন্ডের কৈশিক জালিকার কাচাকাছি।তবু থাকব একা চিরকাল
দুঃখের কথা শুনতে ডাকব না কোনকাল।

শনিবার, ২ এপ্রিল, ২০১৬





Love and death are 2 un-invited guests
When will they come nobody knows
But both have similar effects
One takes the heart
&
Other takes its beats.