শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

অপেক্ষার ছায়া গুলো দীর্ঘ হতে হতে এক সময় প্রায় মিলিয়ে যাবার পূর্বক্ষণে দৃশ্যমান হয়ে ওঠো তুমি।আসল তুমির স্পষ্টতায় ছায়ারা অস্পস্ট হয়ে দূরে চলে যায়।জোনাকজ্বলা রাতের প্রতিক্ষায় কত যে স্বপ্ন বুনি। স্বপ্নে এসে যায় একটি গ্রাম, যে গ্রামের নাম আশা। কুয়াশার মাঝে হেঁটে চলা এক নারী, যার দ্যুতিতে কুয়াশা সরে দাঁড়ায় দুদিকে পথ করে। শিশিরের কনা গুলো পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ দুহাত প্রসারিত করে বলে, দেখো তো কি এনেছি তোমার জন্য? পরম আদরে হাত খুলে দেই। দু হাত বোঝাই রঙ বেরঙের ভালোবাসা সিক্ত করে আমায়। যেন আমি রংহীন জল, পাল্টে যায় আমার রঙ প্রতি মুহূর্তে।এমনও তো হয়েছে, প্লাট ফর্মে বসেই আছি, দিন রাত। ঢং ঢং শব্দের পর শব্দে ট্রেন আসে যায়, নির্দিষ্ট ট্রেন আসেই না আর। তবুও অপেক্ষারা ক্লান্ত হয়না কখনো, ক্লান্তিরা ক্লান্ত হয়ে ফিরে যায়। অপেক্ষার নামযে স্বপ্ন। যে স্বপ্ন শক্তি যোগায়, বেঁচে থাকার, আশার আশা হয়ে।এক প্রস্থ কাপড়ের ছিন্ন শরীর হাজার ঝড়েও টলবে না জানি আমি। জীবনের সুন্দর এবং কঠিনতম দিনগুলো হাতে হাত রেখে জড়াজড়ি করে অতিক্রম করতে চাই দুজনে। এসো ঝড়ে ঝাঁপ দেই, হোক সে ঝড় যতই বিপদসংকুল। ইচ্ছে খুন হয়ে গিয়েছিজানবাজেরহাতে। কত আনন্দের এই মৃত্যু।আজকাল মিস করা হয়না তোমাকে, প্রতিটি নিঃশ্বাসেই যে তুমি, মিস করাকেই যে মিস করি এখন।

I

I

শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

কখনো তুমি একটু ছুয়ে দিলে,

অনুভব টুকু রাখব বুকে তুলে,

এই হ্যদয় সুধু স্বপ্ন বুনে যায় । বেঁচে আছি যেনো তোমারি অবহেলায়

https://mobile.facebook.com/messages/read/?tid=mid.1446750763774%3A406730294b0bbe3726&refid=11#fua

 মাঝে মাঝে অস্থির দুঃস্বপ্ন হয়ে তাড়া করে আমার অব্যক্ত অনুভুতি গুলো.একাকার হয়ে সব ভাষা.বাক্য, শব্দ, আর বর্নমালায় অন্তহীন সংশয়, এই বোধ কি হারিয়ে যাবে ? অবেলায়... কালের গভীর অন্ধকারে সীমাশূন্য-অনিয়ন্ত্রিত ভালোবাসা..
লক্ষ লক্ষ অনুভূতি..
হাজার হাজার ভাবনা..
শত শত স্মৃতি..
সবই একজনকে ঘিরে..
ভাবতেই অবাক লাগে..অবাক হবার পর ভালোও লাগে..
কিন্তু সেই একজন যদি খুব সহজে সব কিছু মুছে দিয়ে চলে যায়. আমি দুঃখ পাই ঠিকি কিন্তু তা প্রকাশ করার ভাষা আমার নেই। আমার যদি দুঃখ প্রকাশ করার মত ভাষা থাকত তা হলে সবাই জানত আমার এই ইট পাথরের প্রতিটা খাজে খাজে কত কস্ট এবং না বলা কথা জমা আছে।আর সেই কস্টের স্মৃতি বুকে নিয়ে আমি কিভাবে পাষানসম হৃদয় নিয়ে দাড়িয়ে আছি।তোমরা শুনে হয়ত ভাব্বে আমি হচ্ছি জড় বস্তু আমার আবার কস্ট কিসের?আমার তো সেই অনুভুতি নেই।কিন্তু কে বলেছে যে আমার অনুভুতি নেই আমি তো আরো বলব যে আমার অনুভুতি বুঝার মত মনটাই নেই
https://mobile.facebook.com/messages/read/?tid=mid.1446750763774%3A406730294b0bbe3726&refid=11#fua