রবিবার, ১৯ জুন, ২০১৬

স্বপ্ন বোনা দু'চোখে বিষাক্ত নীল পর্দায় ছেয়ে গেছে তার মধ্যমনি, অাগ্নেয় অশ্রুর লবনাক্ত গুলো ক্ষত বিক্ষত করে দিয়েছে শুকনো মুখের চামড়া গুলি। অামি ঠিক এখন অালোর মাঝে ছায়াহীন ভয়ঙ্কর পিচাশ, অন্ধকারে হেটে যাওয়া কোন নীল কঙ্কাল। তোমার চলে যাওয়ার শেষ পায়ের চিহ্নের ধুলো গুলো তক্তপোশে ছিঁটিয়ে রেখেছি। বিবর্ণ ধুলো গুলো অাজ অামার ভালোবাসার শেষ চিহ্নের সাক্ষী।

শনিবার, ১১ জুন, ২০১৬

বেঁচে থাকার অধিকার

নিঃশব্দ চরাচরে জেগে থাকা আমার মতো আত্মাগুলো
খুঁজে ফেরে কালের বাঁধনহারা আগামীর রথ
অথবা চলে যায় সুদূরে ফেলে আসা কোনও গহীন ছায়াপথ
যেখানে এখনো ছুটে গিয়ে দিতে চাই নিজেকে বিসর্জন পেলাম শুধু বেঁচে থাকার অধিকার
চাই না আমি এমন জীবন ...
প্রতিনিয়ত মৃত্যু আসে যেখানে বার বার