রবিবার, ৪ জুন, ২০১৭

কল্পনার প্রতিটা মহুর্ত নিয়েই যে আমার বেচে থাকা


মানুষ দু'চোখে দু'টো সমুদ্র ধরতে পারে_____
বুকে একটা ব্যাথার হিমালয়_____
আমার চোখেও নোনতা জল ছিল বুকে অসহ্য ব্যথা____
বলতে পারো স্বপ্নেরা এত্তো স্বার্থপর কেন____
ওরা ও এখন আর আমার ঘুমন্ত জগতে তোমার মুখ খানি
নিয়ে আসেনা_____
যদি সত্যি এমন হয়
কল্পনার প্রতিটা মহুর্ত নিয়েই যে আমার বেচে থাকা_____
পারবো না আমি পারবো না তোমাকে আমার সুবৃহৎ
ভূভাগ থেকে হারিয়ে  ফেলতে_____
রেখে দেবো বিরামহীন ভাবে আমার অন্তরতম প্রদেশের
একটা অংশ করে______
কি করবো বলো ভালো যে বাসি তোমাকে______

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

আশ্চর্য তুমিও

মধ্যরাতের জমাটবাঁধা কস্ট গুলো-
মেঘের মত ছড়িয়ে পড়ে এই হৃদয়ের আকাশে...
কিছুতেই ঘুমাতে পারি না...
আমার ঘুম আসে না...
চোখের পাতার নিচে-
আমি শুধু নির্জনে লেপন করি তার কালিমাটুকু!
কস্টের আড়াল থেকে নিষ্ঠুর পূর্ণিমার মতো...
অবাক জোছনা বিলাও এই হৃদয়ের আঙিনায়!
শিশির বিন্দু হয়ে টপটপ করে ঝরে পড়ে-
আমার দু’চোখের অশ্রুগুলো!
রাত্রি বাড়ে...
কুয়াশার ধূসর অন্ধকারে-
যন্ত্রনায় ছটফট করে রাত জাগা পাখি!
আমি নির্বাক তাকিয়ে থাকি আকাশের পানে...

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

বেওয়ারিশ ভালোবাসা

একটা চিঠি লিখে রেখেছি, সময়ের অভাবে পোষ্ট করা হয়নি___
হয়ে গেছে অনেক দিন পোষ্ট করলেই বা কি হতো________
আকাশের ঠিকানায় লেখা চিঠি কি কোন দিন তোমায় আঙিনায় পৌঁছতো ____________
বাস্তবতার পিছনে ছুটতে ছুটতে তো অনেকটা পথ চলে এসেছি_
ভালোবাসার আবেগ গুলো ক্ষয়ে ক্ষয়ে বালুকণার মত উড়ে গেছে____________
চেয়েছিলাম জীবনে একটা না পাওয়ার যন্ত্রনা থাক________
আমি হয়তো ভূল তবুও বুক পকেটে চিঠিটা আজো ছটফট করে
চিঠিটার সব যন্ত্রনা আগুনে পুড়িয়ে ছাই করে দেব ভাবলাম___
কিন্তু ভালোবাসা নামক আবেগটাও যে পুড়ে যাবে সেই সাথে___
ভাবলাম থাকনা কিছু বেওয়ারিশ ভালোবাসা আকাশে____

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

নিজেকে দেখার মত ভালো কোন আয়না নেই।


নিজেকে দেখার মত ভালো কোন আয়না নেই।
ছিল একটি, যা কিনা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে!
চূর্ণ হওয়া গুটি কয়েক টুকরা দিয়ে আবারও,
নিজেকে নতুন করে দেখার স্বপ্ন বুনেছিলাম।
তার মধ্যে আরও একটি টুকরা বিচূর্ণ হয়ে যায়!
অত:পর আমি চূর্ণ হওয়া অপর একটি টুকরা বেছে নিলাম।
আবারও শুরু হলো নতুন করে নিজেকে দেখা।
দেখতেও ভালোই লাগতো, খুব আনন্দও হতো মনে মনে।
একবারের জন্যও মনে হয়নি আয়নাটি ভাঙ্গা।
কিছু দিন পড়ে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে!
অবাক ব্যপার! এমন ঝাপসা ঝাপসা লাগে কেন?
পরে কোন এক সময় বুঝতে পারলাম যে,
আয়নাটি যে কৈশরের! কৈশর কাটিয়ে কখন যে,
যৌবনে পা রেখেছি মনে নেই।
এখনতো যৌবনেরও অনেকটা সময় পার করেছি,
এর পরই বুঝতে পারলাম অনেক কিছু,
এই ভাঙ্গা আর পুরানো আয়নাতে যে.
নিজেকে এর বেশী পরিষ্কার দেখা যাবে না।
মেনে নিতেই হবে কঠিন এই বাস্তবতা কে,
তবুয় মাঝে মাঝে ভুল করে ফেলি!
ভাঙ্গা আর ঝাপসা আয়নাতে নিজেকে খুঁজি।
আবার মনে পড়ে যায়, কোন লাভ নেই এতে।
ঘুমিয়ে থাকা বিবেক বলে দেয় তখন,
আমায় বার বার কেন বিরক্ত করিস?
এর চেয়ে ভালো আর দেখতে পাবিনা,
এটি নিয়েই সন্তুষ্ট থাক, এর বেশী আশা করিস না।

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

গল্পগুলো নিঃশ্বাসের পরোয়া করে না__


শুধু চোখের পলকদেয়া বন্ধ হয়ে গেলেই
কী আমার অনুভূতিগুলো নষ্ট হয়ে যাবে___
মুছে যাবে জীবনের সাথে মিশে থাকা
প্রতিটা মুহূর্ত_________
আশেপাশের মানুষগুলোর কাছে কী আমার
কোন অস্তিত্ব থাকবে না_______
তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই কি
শেষ হয়ে যাবে আমার নিঃশ্বাসের সাথে_____
জানিনা!হয়তো জানতেও চাই না!
 এ পৃথিবীতে একটা মানুষের কথা
কেইবা মনে রাখে______
তবুও প্রতিটা মানুষ একটা গল্প লিখতে চায়
একটি সাধারণ মানুষের অসাধারণ গল্প______
এ গল্প ঠাই পায় না কোন বইয়ের পাতায় বা
কারো কবিতার খাতায়_______
স্বর্ণদ্বারে রুদ্ধ মানব মনের মনিকোঠায় লেখা
এ গল্পগুলো নিঃশ্বাসের পরোয়া করে না_____
নিঃশ্বাসটা হয়তো বন্ধ হতে পারে!কিন্তু
অনুভূতিগুলোর কখনো মৃত্যু হয় না_____
একটি অলিখিত গল্পও তেমনি কখনো শেষ হয় না____
অসমাপ্ত গল্পগুলোর উপসংহার লেখা হয় না কখনোই!
সময়ের গন্ডি পেরিয়ে এরা বেচে থাকে অনন্তকাল____
আর একটি কবিতা!তুচ্ছ এ কবিতার শক্তি নেই
সে গল্পকে তুলে ধরার___

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

কিছু শব্দের নিবাসে


অসীম শূণ্যতার মাঝে তোমার অস্তিত্ব খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত আমি।সমস্ত শক্তি দিয়ে কষ্টের পর্দা সরিয়ে আর উঁকি দেয়না  আলো. আড়ালে ছিলাম  আজো আড়ালে আছি
জানি না তো আমি  কোন পথ খুঁজি
আমি এখন! নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন. এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ঘরের ভিতর না থাকে ঘুম না থাকে স্বপ্ন


আমার অস্থিরতা আমাকে যাযাবর বানিয়েছে!
যাযাবর দের বসত ঘর থাকে আকাশে!
ঘরের ভিতর না থাকে ঘুম না থাকে স্বপ্ন!
ভালবাসা আর অভিমান মিনিট আর ঘণ্টার কাটার মত
মাঝেমাঝে এক হয়ে আবার যাযাবর হয়ে যায়।
কি হবে মাটিতে ঘর বানিয়ে, আকাশকে আড়াল করে!
স্বপ্ন দেখবার দূরবীন খুঁজতে গেলে ঘর ভাংগে!
বুকে লুকিয়ে রাখতে রাখতে দূরবীনের কাচ ঝাপসা হয়ে যায়।
বুকের জানলা খুলে যাযাবর মানুষকে ডাকতে হয় মাঝেমাঝে!
মাঝেমাঝে যাযাবর ও খোলা জানালায় উকি দেয়!
বড় লোভ জাগে পরিপাটী বিছানার দিকে তাকিয়ে
স্বপ্ন দেখার দূরবীনে চোখ রেখে বলি -
আমি মৃত্যূর কাছে দাড়িয়ে ও অস্থির।।